এখনও ভারতের ভিসা পাননি সাকিব মাহমুদ
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ইংল্যান্ডের জার্সি তুলে রাখার কদিনের মাঝেই ব্রেন্ডন ম্যাককালামের দলের ‘পেস বোলিং মেন্টর’ হিসেবে দায়িত্ব নেন তিনি। কোচিংয়ের সঙ্গে যুক্ত হলেও আবারও ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন এক বছরের জন্য চুক্তি করেছেন সাবেক এই পেসার।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজেও ফেরার গুঞ্জন ছিল ডানহাতি এই পেসার। তবে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকে জাতীয় দলে ফেরায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসারের শেষ ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে টানা হারে স্বাভাবিকভাবেই বিষণ্ণ ছিল ফরচুন বরিশালের ডাগ আউটে। ম্যাচ শেষে ড্রেসি রুমে ফেরার পথে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা।
২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকেই দেশটির মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে খেলতে আপত্তি না জানালেও আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজী হয়নি অস্ট্রেলিয়া। এবার আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন ইংল্যান্ডের রাজনীতিবিদরা। আগামী মাসে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান।
কোলপাক চুক্তিতে ইংল্যান্ডকে নিজেদের বাড়ি-ঘর বানিয়ে ফেলেছিলেন সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। এমন চুক্তিতে ইংলিশ কাউন্টিতে ‘নন বিদেশি’ হিসেবে খেলার সুযোগ পেতেন তাঁরা। তবে কয়েক বছর আগে কোলপাক চুক্তির নিয়ম বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন নিয়ম না থাকলেও ইংলিশ কাউন্টিতে বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ বন্ধ হয়ে যায়নি একেবারে।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ৫০ ওভারের ক্রিকেটে নেই জো রুট ও বেন স্টোকস। বছরখানেকের বেশি সময় ধরে ওয়ানডে না খেললেও গত আগষ্টে নির্বাচক লুক রাইট জানিয়েছিলেন, তবুও বিবেচনায় থাকবেন তারা দুজন। তবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পড়েছে কেবলমাত্র রুটের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না স্টোকসের। ১৫ সদস্যের দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওভালে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে শ্রীলঙ্কা। যদিও প্রথম দুই ম্যাচ হেরে আগেই খুইয়েছিল সফরকারীরা। সিরিজ জিততে না পারলেও ইংল্যান্ড সফরে বল হাতে আলো ছড়িয়েছিলেন আসিথা ফার্নান্দো। স্বাগতিকদের বিপক্ষে ভালো করার ফল যেন হাতেনাতে পেলেন ডানহাতি এই পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে বোলিংয়ের সময় বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বেন স্টোকস। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের বাকি সময়টায় ফিল্ডিং করতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক। তবে ব্যাটিং করবেন কিনা তা এখনও নিশ্চিত না।
বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোন টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান! ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি। তারকা অলরাউন্ডারের এমন খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হ্যামিল্টনে ৯ উইকেটে ৩১৫ রান তোলার পরও প্রথম দিন নিয়ে হতাশ হতেই পারেন নিউজিল্যান্ডের সমর্থকরা। টম লাথাম, উইল ইয়াংরা সকালের শুরুটা যেভাবে করেছিলেন তাতে আরও কম উইকেট হারাতে পারতো স্বাগতিকরা। বিনা উইকেটে ৯৩ রান নিয়ে শেষ করা কিউইরা চা বিরতিতে গিয়েছিল ৩ উইকেটে ১৭২ রান তুলে। তবে দিনের শেষ সেশনে এসে ব্যাটিং ধস নামে স্বাগতিকদের। মিচেল স্যান্টনারের হাফ সেঞ্চুরির পরও ১৪২ রান তুলতে ৬ উইকেট হারায় তারা। লাথাম ও স্যান্টনারের হাফ সেঞ্চুরিতে তাই ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডকে।
সারের হয়ে খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ম্যাচের দুই আম্পয়ার। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় কদিন আগে ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তবে সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোন ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব।