তারা এক বিবৃতিতে বলেছেন, 'দীনেশ কার্তিককে লন্ডন স্পিরিটে স্বাগত জানাতে পেরে দারুণ লাগছে। আমাদের খেলাটাকে তিনি যেভাবে নিজের মতো করে ভাবেন, তার ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটের বিপুল অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে। তিনি কাজের পরিবেশে আনন্দ যোগ করেন—উচ্ছ্বাস, উদ্দীপনা আর প্রাণবন্ত উপস্থিতি সবসময়ই তার সাথে থাকে। আমাদের দলে এমন এক মর্যাদাবান পেশাদারকে যুক্ত করা আমাদের উচ্চাকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ।'
কার্তিক ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) মেন্টরের ভূমিকায় ছিলেন কার্তিক। ২০২৪ আইপিএল শেষেই ভারতের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে ভারতের বাইরে বেশ কিছু টুর্নামেন্টে তাকে খেলতেও দেখা গেছে। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে তিনি আইএল টি-টোয়েন্টিতেও খেলছেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে কার্তিক বলেন, 'লন্ডন স্পিরিটে যোগ দেওয়া সত্যিই দারুণ রোমাঞ্চকর। এমসিসি আর টেক টাইটানদের পরিকল্পনা ও স্বপ্ন শুনে আমার ভীষণ ভালো লেগেছে। ইংলিশ গ্রীষ্মটা লর্ডসে কাজ করে কাটানো—এ তো সত্যিই স্বপ্ন! ভারত দলে আমার অভিষেক আর শেষ টেস্ট—দুটিই এই মাঠে। তাই লর্ডস আমার হৃদয়ের খুব কাছে। আগামী বছর স্কোয়াডের সবাইকে একসঙ্গে দেখতে আর অসাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করতে আর অপেক্ষা করতে পারছি না।'
দ্য হান্ড্রেডের শুরু থেকেই অংশ নিচ্ছে লন্ডন স্পিরিট। তবে ৫ মৌসুমে কোনোবারই ফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা। ৪০ বছর বয়সী কার্তিক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৮ বছর। ভারতের হয়ে ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন।পাশাপাশি আইপিএল ছাড়াও আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টি–সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে তার।