এখনও ভারতের ভিসা পাননি সাকিব মাহমুদ

আন্তর্জাতিক
এখনও ভারতের ভিসা পাননি সাকিব মাহমুদ
সাকিব মাহমুদের উইকেট প্রাপ্তির উল্লাস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।

সাদা বলের সিরিজটির আগে আবুধাবিতে দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিতে পারছেন না সাকিব। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রত্যাশা, দ্রুতই সাকিবের ভিসা সমস্যার সমাধান হবে।

আবুধাবিতে চলছে ইংল্যান্ডের পেসারদের ক্যাম্প। যেখানে জেমস অ্যান্ডারসনের অধীনে জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল সাকিবের।

সিরিজকে সামনে রেখে ভারতের ভিসা প্রক্রিয়ার অংশ নিতে সাকিবের পাসপোর্ট জমা দিতে হয়েছে। আর তাই সৃষ্টি হয়েছে জটিলতা। আবুধাবিতেও ভ্রমণ করতে পারছেন না এই পেসার। সাকিব নিজে একজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার।

আর পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা বরাবরই ভারতের ভিসা জটিলতায় সম্মুখীন হয়। ভিসা পেতে দেরি হওয়ায় গত বছর ভারতের টেস্টে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বশিরের।

ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ইংল্যান্ডের বাকি দুই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রাশিদ এবং রেহান আহমেদ অবশ্য ইতোমধ্যেই ভিসা পেয়েছেন। ভারত সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।
 

আরো পড়ুন: সাকিব মাহমুদ