promotional_ad

আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়েছেন বেন স্টোকস,
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে বোলিংয়ের সময় বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বেন স্টোকস। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের বাকি সময়টায় ফিল্ডিং করতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক। তবে ব্যাটিং করবেন কিনা তা এখনও নিশ্চিত না।

promotional_ad

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংসের ৫৬তম ওভারে বোলিং করতে এসেছিলেন স্টোকস। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে চার মারেন রাচিন রবীন্দ্র। ডেলিভারিটি করার পরই অবশ্য বাম পায়ের নিচের অংশে চেপে ধরেন। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তৎক্ষণাৎ মাঠে থেকে চলে যান ইংলিশ অধিনায়ক। 


আরো পড়ুন

অস্ত্রোপচারের জন্য ৩ মাস মাঠের বাইরে থাকবেন স্টোকস

২৪ ডিসেম্বর ২৪
৩ মাসের জন্য মাঠের বাইরে বেন স্টোকস, ফাইল ফটো

দিনের বাকি সময়ে আর ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে। টেস্টে বাকি দুদিন খেলা হলে সেখানে ফিল্ডিং করবেন না স্টোকস। তবে দলের প্রয়োজন হলে ব্যাটিংয়ে নামবেন কিনা সেটা পরবর্তী পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবে সফরকারীরা। চলতি বছর দ্বিতীয়বারের মতো হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেন তিনি।



promotional_ad

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের সবশেষ আসরে নর্দান সুপারচার্জার্সের হয়ে খেলার সময় চোটে পড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে দ্রুত এক রান নিতে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তারকা এই অলরাউন্ডার। 


আরো পড়ুন

ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে সাউদিকে বিদায়ী উপহার কিউইদের

১৭ ডিসেম্বর ২৪
টিম সাউদি, সংগৃহীত

সেই চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি স্টোকস। এমনকি পাকিস্তান সফরেও পুরো সিরিজ খেলতে পারেননি তিনি। তবে চোটের কারণে খুব বেশি বিপাকে পড়তে নাও হতে পারে তাকে। কারণ আগামী মে মাসের আগে টেস্ট খেলা নেই ইংল্যান্ডের।



আগামী বছরের মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের সিরিজ খেলবে তারা। জুলাই-আগষ্টে অবশ্য ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে তাদের। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে অপেক্ষা করছে অ্যাশেজের চ্যালেঞ্জ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball