promotional_ad

শুরু ও শেষের অমিলে ৯ উইকেটে নিউজিল্যান্ডের ৩১৫

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দিনের শেষ বলে ছক্বা মেরে হাফ সেঞ্চুরি করেছেন মিচেল স্যান্টনার
হ্যামিল্টনে ৯ উইকেটে ৩১৫ রান তোলার পরও প্রথম দিন নিয়ে হতাশ হতেই পারেন নিউজিল্যান্ডের সমর্থকরা। টম লাথাম, উইল ইয়াংরা সকালের শুরুটা যেভাবে করেছিলেন তাতে আরও কম উইকেট হারাতে পারতো স্বাগতিকরা। বিনা উইকেটে ৯৩ রান নিয়ে শেষ করা কিউইরা চা বিরতিতে গিয়েছিল ৩ উইকেটে ১৭২ রান তুলে। তবে দিনের শেষ সেশনে এসে ব্যাটিং ধস নামে স্বাগতিকদের। মিচেল স্যান্টনারের হাফ সেঞ্চুরির পরও ১৪২ রান তুলতে ৬ উইকেট হারায় তারা। লাথাম ও স্যান্টনারের হাফ সেঞ্চুরিতে তাই ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডকে।

promotional_ad

পিতৃত্বকালীন ছুটিতে থাকায় তৃতীয় টেস্টের একাদশে নেই ডেভন কনওয়ে। বাঁহাতি এই ওপেনার না থাকায় লাথামের সঙ্গে ইনিংসের শুরুটা করেছিলেন ইয়াং। সবশেষ ভারত সফরে যেখানে শেষ করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে যেন সেখান থেকেই শুরু করেছিলেন তিনি। সিরিজসেরা হলেও কেন উইলিয়ামসন ফেরায় একাদশে জায়গা পাচ্ছিলেন না ইয়াং। শেষ ম্যাচে সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন। দিনের প্রথম সেশনে কোন উইকেট না হারিয়ে ৯৩ রান তোলেন কিউইদের দুই ওপেনার। 


তাদের বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে তেমন কোন ‍সুযোগই তৈরি করতে পারেননি। তবে লাঞ্চ থেকে ফিরেই উইকেট হারায় স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে ইয়াংকে। গাস অ্যাটকিনসনের অফ স্টাম্পের বাইরের বলে সোজা ব্যাটেই খেলেছিলেন তিনি। তবে ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা হ্যারি ব্রুকের হাতে বল চলে যায়। ইয়াংকে ফিরতে হয় ৪২ রানের ইনিংস খেলে। 



promotional_ad

অ্যাটকিসনের বলে চার মেরে ১০২ বলে হাফ সেঞ্চুরি করেছেন লাথাম। ইংলিশদের বিপক্ষে চলমান সিরিজে এটি বাঁহাতি ওপেনারের প্রথম হাফ সেঞ্চুরি। তবে পঞ্চাশ ছোঁয়ার পর ইনিংস বড় করতে পারেননি লাথাম। ম্যাথু পটসের লেগ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় উইকেটকিপার ওলি পোপের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। 


৬৩ রানের ইনিংস খেলা লাথাম ফেরার কিছুক্ষণ পর আউট হয়েছেন রাচিন রবীন্দ্র। ব্রাইডন কার্সের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে পয়েন্টে বেন ডাকেটকে ক্যাচ দিয়েছেন ১৮ রান করা এই ব্যাটার। নিউজিল্যান্ডের রান দুইশ হওয়ার আগে ফিরেছেন উইলিয়ামসনও। পটসের বলে বোল্ড হয়েছেন তিনি। ৮৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমের পথে হাঁটতে হয়েছে। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসরা কেউই সুবিধা করতে পারেননি।



ভালো শুরুর পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টম ব্লান্ডেলও। এমন অবস্থায় স্যান্টনারকে খানিকটা সঙ্গ দিয়েছিলেন ম্যাট হেনরি। শেষ বিকেলে এসে জুটি গড়ে তোলেন টিম সাউদি ও স্যান্টনার। তারা দুজনে মিলে নিউজিল্যান্ডের রান তিনশ পার করেছেন। দিনের খেলা শেষের আগে পটসের বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করেছেন স্যান্টনার। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অ্যাটকিনসন ও পটস। দুইটি উইকেট পেয়েছেন কার্স। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball