ভারতের টি-টোয়েন্টি দলে শামি

আন্তর্জাতিক
ভারতের টি-টোয়েন্টি দলে শামি
এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ শামি, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজেও ফেরার গুঞ্জন ছিল ডানহাতি এই পেসার। তবে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকে জাতীয় দলে ফেরায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

অবশেষে ভারত দলে ফেরার অপেক্ষা ফুরিয়েছে শামির। ডানহাতি পেসারকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। ২০২৩ সালের বছরের নভেম্বরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরলেন ৩৪ বছর বয়সী এই পেসার। ২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়ার পর গোঁড়ালির চোটে পড়েছিলেন শামি। ফলে লম্বা সময় বাইরে থাকতে হয়েছে তাকে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করার পর কিছুদিন আগে রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন শামি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও খেলেছেন ডানহাতি এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন তিনি। শামির বাইরে ভারতের স্কোয়াডে সবচেয়ে আলোচিত বিষয় অক্ষর প্যাটেলের সহ-অধিনায়ক হওয়া। 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তারকা এই অলরাউন্ডার স্কোয়াডে থাকার পরও সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষরকে। সবশেষ সাউথ আফ্রিকা সফরে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। সেই সিরিজ থেকে বাদ পড়েছেন রমনদীপ সিং, জিতেশ শর্মা, আভেষ খান, ইয়াশ দয়াল এবং বিজয়াকুমার বৈশাখ। 

তাদের বদলি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি জসপ্রিত বুমরাহ এবং ঋষভ পান্তকে। আগামী কয়েক দিনের মাঝে ঘোষণা করা হতে পারে ওয়ানডে সিরিজের স্কোয়াড।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হার্শিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর।

আরো পড়ুন: মোহাম্মদ শামি