
বিমান দুর্ঘটনার কারণে পিছিয়েছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির উন্মোচন
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে। কিন্তু লর্ডসে নির্ধারিত দিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কারণে এই আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।