মন্থর দিনে রুটের ৯৯*, আড়াইশ রান পেরিয়ে গেল ইংল্যান্ড
ইংল্যান্ড-ভারত লর্ডস টেস্টের প্রথম দিন শেষ হয়েছে অপেক্ষাকৃত মন্থর গতির ব্যাটিংয়ে। পুরো দিনে ৮৩ ওভার খেলে চার উইকেটে ২৫১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ওভারপ্রতি রান এসেছে ৩.০২ করে, যা ‘বাজবল’ যুগে ইংল্যান্ডের ব্যাটিং মেজাজের সঙ্গে একেবারেই বেমানান। প্রথম দিন তাই স্লেজিংয়েই সময় পার করেছে ভারতের বোলাররা।