promotional_ad

চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন

ফাইল ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি গাস অ্যাটকিসন। একই চোটে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেও ছিলেন না ডানহাতি এই পেসার। তবে চোট কাটিয়ে লর্ডস টেস্টের স্কোয়াডে ফিরেছেন অ্যাটকিনসন। তৃতীয় টেস্টের স্কোয়াডে একটি পরিবর্তনই করেছে ইংল্যান্ড।

promotional_ad

২০২৪ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় অ্যাটকিনসেন। বছরখানেকের মাঝে ইংল্যান্ডের হয়ে ১২ টেস্ট খেলে ৫৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি রয়েছে তাঁর। চলতি বছরের মে মাসে নটিংহ্যামে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলা অ্যাটকিনসন ফিরছেন অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে, লর্ডস টেস্ট দিয়ে।


আরো পড়ুন

এজবাস্টনে ফেরা হলো না আর্চারের

৩০ জুন ২৫
ফাইল ছবি

ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের পেস বোলার হিসেবে খেলেছেন জশ টাং, ব্রাইডন কার্স ও ক্রিস ওকস। তাদের সঙ্গে পেস বিভাগে ছিলেন অধিনায়ক বেন স্টোকস। ইংলিশ পেস ত্রয়ী প্রথম দুই ম্যাচে ৭৭-৮২ ওভার পর্যন্ত বোলিং করেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনায় লর্ডসে পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে হারার পর এমন ইঙ্গিতই দিয়েছে স্টোকস। যদিও আগামী দুই দিনে পেসারদের উন্নতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।


এ প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘এটা গোপনীয়তার কিছু নেই যে প্রথম দুই টেস্টে আমরা অনেকটা সময় ফিল্ডিং করেছি এবং অনেক ওভার বোলিং করেছি। আমাদেরকে দেখতে হবে আগামী দুই দিনে সবাই কিভাবে নিজেদের উন্নতি করে। দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি এটাও দেখতে হবে খেলার পরে তারা কতটা উন্নতি করতে পারছে।’


promotional_ad



আরো পড়ুন

আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা

৮ ঘন্টা আগে
ফাইল ছবি

এজবাস্টন টেস্ট দিয়ে বছর চারেক পর ইংল্যান্ডের লাল বলের স্কোয়াডে ফেরেন জফরা আর্চার। তবে একটি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলে স্কোয়াডে আসায় এবং ব্যক্তিগত সমস্যার কারণে ডানহাতি পেসারকে এজবাস্টনে খেলায়নি ইংল্যান্ড। ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত টেস্ট না খেলা আর্চার ফিরতে পারেন লর্ডসে। ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছেন, তৃতীয় টেস্ট দিয়েই ফিরতে পারেন আর্চার।


বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে ম্যাককালাম বলেন, ‘এটা (আর্চারের খেলার বিষয়) আমাদের ভাবনায় আছে এবং আমরা যখন লর্ডসে যাব তখন সিদ্ধান্ত নেব। খেলার জন্য সে পুরোপুরি ফিট আছে। অবশ্যই, অন্য ছেলেরাও টানা দুইটা ম্যাচ খেলেছে। আপনি এমন ভাবতেই পারেন এমন অবস্থায় কিছুটা পরিবর্তন আসবে। জফরা এমন একজন যাকে নিয়ে আমরা ভাবছি।’


১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। স্বাগতিকদের ১৬ জনের স্কোয়াডে স্টোকস, কার্স, ওকস, টাংয়ের বাইরে পেসার হিসেবে আছেন অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং স্যাম কুক। অধিনায়ক স্টোকস জানিয়েছেন, লর্ডসের জন্য সবাই বিবেচনায় আছেন। তিনি বলেন, ‘লর্ডস টেস্ট খেলার জন্য তারা প্রত্যেকেই বিবেচনায় আছে।’


তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড— বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিসন,শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং এবং ক্রিস ওকস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball