হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্বে ডমিঙ্গো

কাউন্টি ক্রিকেট
হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্বে ডমিঙ্গো
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভাইটালিটি ব্লাস্টের সবশেষ মৌসুমে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি হ‍্যাম্পশায়ার। ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি ওয়ানডে কাপেও। নিম্ন মানের পিচের জন্য পয়েন্ট কাটা গেলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে অবনমনের সম্ভাবনা দেখা দেয় তাদের। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে মৌসুম শেষে চাকরি ছেড়েছেন অ‍্যাড্রিয়ান বারেল।

২০১৯ সালে মৌসুম শুরুর আগে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ৬৪ বছর বয়সি এই সাউথ আফ্রিকান। ৭ মৌসুম পর হ‍্যাম্পশায়ালের দায়িত্ব ছাড়লেন তিনি। বারেলের জায়গায় হ‍্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন তাঁরই স্বদেশী রাসেল ডমিঙ্গো। দুই বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাউথ আফ্রিকার কোচের দায়িত্বে ছিলেন ডমিঙ্গো। পরবর্তীতে বাংলাদেশের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২৩ সাল থেকে জোহানেসবার্গ-ভিত্তিক লায়ন্সের প্রধান কোচের দায়িত্বে আছেন। যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকার সময় মিলিয়ে লায়ন্সের চাকরিটাও চালিয়ে যাবেন বাংলাদেশের সাবেক এই প্রধান কোচ।

সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী মিরাজদের লাহোর কালান্দার্সের কোচ হিসেবে কাজ করেছেন ডমিঙ্গো। সাউথ আফ্রিকান এই কোচের অধীনে পিএসএলের শিরোপাও জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে কাজ করতে মুখিয়ে আছেন ডমিঙ্গো।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাম্পশায়ার ক্রিকেটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। এটা এমন একটা ক্লাব যার দারুণ একটা ইতিহাস আছে, ইউটিলিটা বোলে দুর্দান্ত সব সুযোগ-সুবিধা আছে এবং মাঠ ও মাঠের বাইরে সাফল্য পাওয়ার জন্য পরিষ্কার একটা লক্ষ্য আছে।’

ডমিঙ্গোর পাশাপাশি হ্যাম্পশায়ারে সহকারী কোচ (বোলিং) হিসেবে যোগ দিচ্ছেন শেন বার্গার। এ ছাড়া সহকারী কোচ (ব্যাটিং) কাজ করতে যাচ্ছেন হ্যাম্পশায়ারের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস। তাদের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমি জিমি (অ্যাডামস) ও শেনের (বার্গার) সাথে কাজ করতে মুখিয়ে আছি।’

আরো পড়ুন: রাসেল ডমিঙ্গো