মন্থর দিনে রুটের ৯৯*, আড়াইশ রান পেরিয়ে গেল ইংল্যান্ড

৯৯ রানে অপরাজিত জো রুট, ফাইল ফটো
ইংল্যান্ড-ভারত লর্ডস টেস্টের প্রথম দিন শেষ হয়েছে অপেক্ষাকৃত মন্থর গতির ব্যাটিংয়ে। পুরো দিনে ৮৩ ওভার খেলে চার উইকেটে ২৫১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ওভারপ্রতি রান এসেছে ৩.০২ করে, যা ‘বাজবল’ যুগে ইংল্যান্ডের ব্যাটিং মেজাজের সঙ্গে একেবারেই বেমানান। প্রথম দিন তাই স্লেজিংয়েই সময় পার করেছে ভারতের বোলাররা।

promotional_ad

ইংল্যান্ডের ইনিংসে দিনের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল জো রুটের অপরাজিত ইনিংস। সাবেক ইংলিশ অধিনায়ক ১৯১ বলে ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন বর্তমান অধিনায়ক বেন স্টোকস, যিনি করেছেন ১০২ বলে ৩৯ রান।


আরো পড়ুন

সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

১ ঘন্টা আগে
লর্ডসে ভারতকে আগলে রেখেছেন লোকেশ রাহুল

এ দিন রুটের ইনিংসটি ছিল ধৈর্য এবং নিয়ন্ত্রণের নিখুঁত প্রদর্শনী। দ্বিতীয় সেশনে ইংল্যান্ড যখন টানা চার ওভার মেডেন খেলে, তখন ভারতের স্লিপ ফিল্ডার এবং মোহাম্মদ সিরাজ স্লেজিং করলেও তা প্রভাব ফেলেনি রুটের ব্যাটিংয়ে। সেঞ্চুরির এক রান দূরে থাকা এই ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম শতক হওয়ার অপেক্ষায়।


জসপ্রিত বুমরাহ ফেরার ম্যাচে ভারতের হয়ে প্রথম ধাক্কাটা দেন নিতিশ কুমার রেড্ডি। নিজের প্রথম ওভারের চার বলের মধ্যে ফিরিয়ে দেন দুই ওপেনার, বেন ডাকেট (২৩) ও জ্যাক ক্রলিকে (১৮)। ২০০৬ সালের পর এই প্রথম কোনো ভারতীয় পেসার নিজের প্রথম টেস্ট ওভারে দুটি উইকেট নিয়েছেন।


৪৩ রানের ওপেনিং জুটি গড়ার পর ডাকেট এবং ক্রলি দুজনই নিতিশের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক ঋষভ পান্তকে ক্যাচ দেন। এরপর রুট ও অলিভার পোপ মিলে ইনিংসটিকে স্থিতি দেন। প্রথম সেশনের বাকি সময় তারা আর কোনো উইকেট হারাননি।


promotional_ad



আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট

১৮ ঘন্টা আগে
লর্ডসে টানা তিন ইনিংসেই সেঞ্চৃুরি করলেন জো রুট

এই জুটিই দ্বিতীয় সেশনেও অব্যাহত ছিল, যদিও ভারতের উইকেটরক্ষক পান্ত হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার বদলে কিপিং করেন ধ্রুব জুরেল।


ইংল্যান্ডের ১০০ রান আসে ৩৫.৪ ওভারে, যা 'বাজবল' যুগে তাদের দ্বিতীয় ধীরতম প্রথম ১০০ রানের ইনিংস। প্রথম সেশনে ৪৯ ওভারে তারা সংগ্রহ করে দুই উইকেটে ১৫২ রান। রুটের ফিফটি আসে ১০২ বলে।


চা-বিরতির পর ভারতকে ব্রেক থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। দিনের সবচেয়ে বড় জুটি, রুট-পোপের ১০৯ রানের অংশীদারিতে ছেদ পড়ে পোপ আউট হলে।


১০৪ বলে ৪৪ রান করেন সহ-অধিনায়ক পোপ। তিনি ক্যাচ দেন জুরেলকে। এরপর ২০ বল খেলে ১১ রান করা হ্যারি ব্রুকও দ্রুত ফিরেন। তিনি ইনসাইড এজ হন বুমরাহর অসাধারণ একটি বলে।


দিনের শেষ দিকে স্টোকস-রুট মিলে আর কোনো বিপদ হতে দেননি। শেষ ২৮.১ ওভারে ৭৯ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন তারা। এদিন রুট ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রান পূর্ণ করা প্রথম ব্যাটার হন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball