সিলেটের বিপক্ষ হেসেখেলে জিতল চট্টগ্রাম
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২৪ বল হাতে রেখে এই জয় পেয়েছে চট্টগ্রাম।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২৪ বল হাতে রেখে এই জয় পেয়েছে চট্টগ্রাম।
ভারতীয়দের তোপের মুখে নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না তারা পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটন দাস চোটে পড়ায় সবশেষ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী অনিক। ডানহাতি ব্যাটার সেরে উঠতে না পারায় লিটনের পরিবর্তে আফগানিস্তান সিরিজেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। অথচ মাস তিনেক পরে উইকেটকিপার ব্যাটার জাকের জায়গায় পেলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। লিটনকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তোপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেয়ায় ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকি দেখছেন আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় এজন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যদিও এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ম্যাচ সরানোর সুযোগ দেখছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার হুমকি দেয় ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। তাদের তোপের মুখে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে বাঁহাতি পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত। তাদের এমন দ্বিচারিতায় অবাক হয়েছেন রশিদ লতিফ।
প্রয়োজনীয় বিস্তারিত তথ্য না থাকায় মুস্তাফিজুর রহমান আইপিএল ইস্যু ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে মন্তব্য করতে চাননি আমিনুল ইসলাম বুলবুল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে আইসিসিতে যোগাযোগ করবেন। বোর্ড পরিচালকদের আলোচনার পর আইসিসিতে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের হুমকির জেরে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মূলত বাংলাদেশের বাঁহাতি পেসারের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না প্রতিবেশী দেশটি। এমন অবস্থায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও চারিদিকে প্রশ্ন উঠছে। আসিফ নজরুল মনে করেন, মুস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারে সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়। এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
বোলিংয়ে এসেই ডেভিড ওয়ার্নারকে ফেরানোর সুযোগটা তৈরি করেছিলেন রিশাদ হোসেন। ডানহাতি লেগ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে স্লগ সুইপ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক হয়নি, ক্যাচ উঠে যায় ডিপ মিড উইকেটে। একটুখানি দৌড়ে এসে হাতে নিলেও সেটা রাখতে পারেননি টিম ইয়ার্ড। উইকেট না পেলেও প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে বোলিংয়ের শুরুটা করেন রিশাদ।
‘সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন? এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি: একটি জাতিকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ইস্যুতে এমন প্রশ্নে তুলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। তিনি সমালোচনা করলেও সিদ্ধান্ত পরিবর্তন করছে না ভারতীয় বোর্ড।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলের আগামী আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসারের। মুস্তাফিজের ইস্যুতে এখনো পর্যন্ত ভারতীয় বোর্ড থেকে আনুষ্ঠানিক কোন তথ্য পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমতাবস্থায় মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে খুব বেশি কিছু বললেন না আমিনুল ইসলাম বুলবুল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোন সমস্যা দেখলে সেটার জন্য আইসিসিতে যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবি সভাপতি।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের হুমকির জেরে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মূলত বাংলাদেশের বাঁহাতি পেসারের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না প্রতিবেশী দেশটি। এমন অবস্থায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। খালেদ মাহমুদ সুজন মনে করেন, ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরানো ভালো একটা সমাধান হতে পারে। সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা সরকারের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
৯ কোটি ২০ লাখ টাকায় আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে ভারতীয়দের তোপের মুখে বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের কথা মেনে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। তাদের এমন সিদ্ধান্তে রাজিন সালেহ মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল বয়কট করা উচিত।