
বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ কয়েকটি মৌসুম অনুষ্ঠিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে। তবে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে এবং সবার চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী আসরে নতুন আরেকটি ভেন্যু যুক্ত করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরান্তর একটি করে ভেন্যু বাড়িয়ে একদিন হোম-অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএলে আয়োজনের স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট বোর্ড। নিজেদের এমন ভবিষ্যত পরিকল্পনার কথাই জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।