ঢাকার বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের হয়ে দিন মাত্র ২৮ বলে ফিফটি করেছেন জয়। আর দিপু হাফ সেঞ্চুরি পেতে খেলেছেন ৩০ বল। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৩৮ বলে ৭৮ রান তুলেছেন। জয় ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর আনিসুল ইসলাম ইমনের শিকার হয়েছেন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে।
এরপর দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন দিপু। প্রথম ২০ রান করতে ১৬ বল খেলা এই ডানহাতি উইকেটে থিতু হয়েই ঝড়ো ব্যাটিং শুরু করেন। ইনিংসের ১৭তম ওভারে আবু হায়দার রনির ৫ বলে ১৩ রান নিয়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন। ইয়াসির আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০ বলে ১২ রান করে।
এর আগে ঢাকা মেট্রো ১৮৫ রানে পৌঁছায় শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে। অবশ্য তাদের ভালো শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম। এই দুজনের উদ্বোধনী জুটিতে ৮১ রান তুলে নিয়েছিল ঢাকা। এরপর মাঝের দিকে রান তুলতে হাঁসফাঁস করেছে দলটি।
নাইম ৩৩ বলে ৪৬ রান করে আউট হন। আর মাহফিজুল করেন ২৭ বলে ৪১। মাহমুদউল্লাহ শেষদিকে নেমে ২২ বলে খেলেন ৪১ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ঢাকার দলটি। অবশ্য এই রানও ঢাকাকে জয় এনে দিতে পারেনি বোলারদের ব্যর্থতার কারণে।