সোহানের চোখে ব্যাটিং ধসের কারণ মানসিক প্রস্তুতির ঘাটতি
১৫২ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলে বাংলাদেশ। এমন ম্যাচে টাইগারদের জয়টা তখন কেবল সময়ের ব্যাপার মাত্র! অথচ রশিদ খানের স্পিনে জাদুতে আসা-যাওয়ার মিছিলে নেমে পড়লেন বাংলাদেশের ব্যাটাররা। ৯ রানের ব্যবধানে মাত্র ৬ উইকেট হারিয়ে একটা সময় হারের শঙ্কাও জাগিয়েছিলেন তারা। যদিও রিশাদ হোসেন ও নুরুল হাসান হোসেনের ব্যাটে জয়টা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভালো শুরুর পরও আচমকা এমন ব্যাটিং ধসের জন্য ব্যাটারদের স্কিলের চেয়ে মানসিক প্রস্তুতির বেশি ঘাটতি দেখছেন সোহান।