রংপুরের বিপক্ষে খুলনার ৩ রানের নাটকীয় জয়

বাংলাদেশ
রংপুরের বিপক্ষে খুলনার ৩ রানের নাটকীয় জয়
উইকেট উদযাপনে ব্যস্ত জিয়াউর রহমান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুর বিভাগকে ৩ রানে নাটকীয়ভাবে হারিয়েছে খুলনা বিভাগ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৯ রান করেছিল খুলনা। জবাবে নেমে রংপুর করতে পেরেছে ৬ উইকেটে ১৪৬। অথচ এক সময় মনে হচ্ছিল বড় ব্যধানেই জিততে যাচ্ছে রংপুর।

১৫ ওভারে রংপুরের সংগ্রহ ছিল ২ উইকেতে ১০৩ রান। হাতে ৮ উইকেট থাকার পরও তারা ৩০ বলে ৪৭ রানের সমীকরণ মেলাতে পারেনি। তখনও নাঈম ইসলাম ও নাসির হোসেনের মতো ব্যাটার ছিলেন তারা দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও জয় পাওয়া সম্ভব হয়নি দলটির।

রংপুরের শুরুটা ছিল ভালোই। দলীয় ১৮ রানে জাহিদ জাভেদের উইকেট হারালেও অনিক সরকার ও তানবির হায়দারের ব্যাটে বেশ ভালোই ঘুরে দাঁড়িয়েছিল দলটি। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৪৬ রান। অনিক ২৩ বলে ২৮ রান করে আউট হলে তৃতীয় উইকেটে তানবির ও অধিনায়ক আকবর আলী যোগ করেন আরও ৪২ রান।

আকবর ২০ বলে ১৯ রান করে ফিরে গেলেই শুরু হয় রংপুরের ব্যাটারদের আসা যাওয়া। তানবির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ৬০ রান করে। আর নাঈঊম ৭ বলে ১১ রান করে অপরাজিত থাকেন অন্য প্রান্তে। এই রানও তাদের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।

এদিন নাসিরকে ব্যাটিংয়েই নামায়নি রংপুর। এমনকি নাঈমকেও নামানো হয়েছে আবদুল গাফফার, আলাউদ্দিন বাবু, আবদুল্লাহ আল মামুনের পরে। তাদের প্রত্যেকেই হয়েছেন ব্যাট হাতে ব্যর্থ। খুলনার পেসার রবিউল হক ৩২ রানে ৩ উইকেট নিয়ে দলটির সেরা বোলার। এ ছাড়া বল হাতে ১৯ রানে ১ উইকেট ও ব্যাট হাতে ১৬ বলে ৩৬ রান করে ম্যাচ সেরা জিয়াউর রহমান।

এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের ৩৫, মোহাম্মদ মিঠুনের ১৭ বলে ২৫, নাহিদুল ইসলামের ১৮ বলে ২০ ও জিয়াউরের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। রংপুরের হয়ে দুটি উইকেট নেন আবু হাসিম। আর একটি করে উইকেট পান জাভেদ ও নাসির।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি