পাকিস্তানকে ১২৯ রানে অল আউট করে দিল বাংলাদেশ

নারী ক্রিকেট
পাকিস্তানকে ১২৯ রানে অল আউট করে দিল বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অল আউট করে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।

তবে তার দলের ব্যাটাররা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি। ২ রানের মধ্যে তারা ২উইকেট হারিয়ে ফেলে। টানা দুই বলে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন মারুফা আক্তার। তিনি বোল্ড করে ফেরান ওমাইমা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করে আউট করে।

এরপর দলীয় ৫০ রানের আগে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মুনিবা আলী ও রামিন শামীমকে আউট করেন রুমানা আক্তার। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন শামীম।

এরপর উইকেটরক্ষক ব্যাটার সিদরা নাওয়াজের ১৫ ও অধিনায়ক সানার ৩৩ বলে ২২ রানের ইনিংসে কোনোমতে একশ পার করে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে একাই ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। আর দুটি করে উইকেট মারুফা ও নাহিদা। একটি করে উইকেট যায় নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে।

আরো পড়ুন: নারী বিশ্বকাপ