
তাসকিনের ৪ উইকেটের পর লিটন-সাইফের ঝড়ে বাংলাদেশের জয়
আরিয়ান দত্তের শর্ট ডেলিভারিতে কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে শুরুটা করলেন লিটন দাস। পরবর্তীতে একের পর এক চার-ছক্কায় রীতিমতো ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে করলেন হাফ সেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়ার পর বাংলাদেশকে জেতাতে খুব বেশি সময়ও নিলেন না তিনি। তাসকিন আহমেদের ৪ উইকেটের সঙ্গে লিটনের ৫৪ রানের ইনিংসর সঙ্গে সাইফ হাসানের ৩ ছক্কায় ১৯ বলে ৩৬ রানের ক্যামিওতে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।