অন্যান্য ১৬ ডিসেম্বরের মতই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শহীদ মুশতাক একাদশ। নির্ধারিত ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে দলটি তোলে ১৩৮ রান।
শুরুতে দুই ওপেনার হান্নান সরকার ও আশরাফুল দ্রুত ফিরে গেলেও পরে দলের ইনিংস গুছিয়ে নেন অন্য ব্যাটাররা। মোহাম্মদ রফিক ১১ বলে ১৬ রান করেন। তবে বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাদিফ চৌধুরী ও তুষার ইমরান।
নাদিফ ২৬ বলে ৪৬ রান করেন, যেখানে ছিল দুটি চার ও চারটি ছক্কা। তুষার ইমরান অপরাজিত থাকেন ২৭ বলে ৪২ রান করে। শহীদ জুয়েল একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি তিন ওভারে মাত্র ১৭ রান খরচায় নেন তিনটি উইকেট।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শহীদ জুয়েল একাদশ। জাভেদ ওমর বেলিম দ্রুত আউট হন। এরপর শাহরিয়ার নাফীস ৩৩ বলে ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তালহা জুবায়ের ১৯ বলে অপরাজিত ২৬ রান করেন, তবে অধিনায়ক নান্নু করেন ৮ বলে অপরাজিত ২ রান।
শেষ পর্যন্ত শহীদ জুয়েল একাদশ ১০০ রানেই থেমে যায়। শহীদ মুশতাক একাদশের হয়ে মোহাম্মদ আশরাফুল, হাসিবুল হোসাইন শান্ত, মোহাম্মদ রফিক ও তুষার ইমরান একটি করে উইকেট নেন।