চাকরী বাঁচাতে নয় ঘুরে দাঁড়াতে লড়ে যাওয়ার ঘোষণা ম্যাককালামের

অ্যাশেজ
চাকরী বাঁচাতে নয় ঘুরে দাঁড়াতে লড়ে যাওয়ার ঘোষণা ম্যাককালামের
সংবাদ সম্মেলনে ব্র্যান্ডন ম্যাককালাম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চলতি অ্যাশেজ সিরিজে নুন্যতম লড়াই জমাতেই পারছে না ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডের ব্যাটাররা হতাশ করেছেন। টানা দুই টেস্টে হেরে সিরিজ হারের শঙ্কার মুখে পড়ে গেছে ইংলিশরা। অনেকেই মনে করেন এই সিরিজের ওপরই নির্ভর করছে ইংলিশ প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের ভাগ্য।

হারের ধারা অব্যাহত থাকলে ম্যাককালামকে ছাঁটাই করা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ইংল্যান্ড দলের প্রধান কোচ ম্যাককালাম জানিয়েছেন এসব নিয়ে ভাবছেন না তারা। কঠিন পরিস্থিতিতে থাকলেও তারা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন এই কিউই কোচ। আর নিজেদের ব্যাটিং অর্ডার নিয়ে কোনো কাটা ছেড়া না করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাককালাম বলেন, 'হুটহাট সিদ্ধান্ত নেয়া বা স্থিতিশীল ব্যাটিং লাইনআপে বারবার কাটাছেঁড়া করা আমাদের পথ নয়। আমরা জানি, এই সিরিজে এখন পর্যন্ত আমরা যথেষ্ট রান করতে পারিনি। কিন্তু সিরিজ জিততে গেলে গত কয়েক বছরে আমাদের জন্য যেটা কাজ করেছে, সেটা একেবারে ফেলে দেয়ার বিষয় নয়।'

পার্থ ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের পর অ্যাডিলেডে এখন ইংল্যান্ডের সামনে বাঁচা-মরার লড়াই। একটি ম্যাচ হারলেই সিরিজ শেষ হয়ে যাবে তাদের। এমনকি ড্র করারও সুযোগ নেই। এমন অবস্থায় নিজের বরখাস্ত হওয়ার আশঙ্কা নিয়ে ভাবতে নারাজ ম্যাককালাম।

তিনি বলেন, 'জানি না (বরখাস্ত হবেন কিনা), তবে সত্যি বলতে এটা আমাকে খুব একটা ভাবায় না। পেশাদার খেলাধুলা সহজ নয়। আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন, নিজের বিশ্বাসের জায়গায় অটল থাকবেন, এরপর যা হওয়ার তাই হবে।'

কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাককালাম আরও বলেন, 'আমরা জানতাম, এখানে এসে সিরিজ জিততে হলে তিনটি টেস্ট জিততে হবে। এখন আমরা ২-০ পিছিয়ে পড়ায় কাজটা কঠিন হয়েছে, কিন্তু ড্রেসিংরুমের ভেতরের বিশ্বাস এতে কমে যায় না।'

আরো পড়ুন: অ্যাশেজ