শেষ ওয়ানডেতে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ জ্যোতিদের
ছবি: হাত মেলাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ক্যারিবীয় অধিনায়ক হেইলি ম্যাথিউস, ওয়েস্ট ইন্ডিজ
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২২.৩ ওভারেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজও হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে এখনও বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে টাইগ্রেসদের। এখন তাদের ৬ দলের একটি বাছাই পর্বে খেলতে হবে। যেখান থেকে দুই দল বিশ্বকাপের টিকিট পাবে।
ডটিনের রেকর্ডে বাংলাদেশের বড় হার
২৮ জানুয়ারি ২৫বাছাই পর্বে বাংলাদেশের সঙ্গে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডকেও। বোঝাই যাচ্ছে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়ে আরও কঠিন লড়াইয়ের সামনে পড়তে যাচ্ছে জ্যোতির দল।
ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দলীয় ৬ রানেই বাংলাদেশ হারায় ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট। তাকে আউট করেন চেরি–অ্যান ফ্রেসার। দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন ফারজানা হক ও শারমিন আক্তার।
২০তম ওভারে ২২ রান করে অ্যাফি ফ্লেচারের শিকার হন ফারজানা। শারমিন ৩৭ রান করে আউট হন হেইলি ম্যাথিউসের বলে। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নিগারও। তিনি মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন। তাকে আউট করেন জাইদা জেমস।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন তিলকারত্নে
৯ ঘন্টা আগে৪ উইকেটে ৯৪ থেকে ২৪ রান তুলতে বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। নিচের দিকের ব্যাটারদের মধ্যে সোবহানা মোস্তারি ২৫ রান করলেও আর কেউই দাঁড়াতে পারেননি। ফলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১১৮ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কৃষ্মা রামহারাক। ২টি উইকেট নেন জেমস। আর একটি করে উইকেট নেন ফ্রেসার, ম্যাথিউস ও ফ্লেচার।
জবাবে খেলতে নেমে ১১.৫ ওভারে ওপেনিং জুটিতে ৪৫ রান তোলে ক্যারিবীয়রা। ২২ রান করা ম্যাথিউসকে আউট করেন স্পিনার নাহিদা আক্তার। এরপর দলীয় ৭৩ রানে ওপেনার কিয়ানা জোসেফকে ব্যক্তিগত ৩৯ রানে মারুফা আক্তারের বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরে যান। ওয়েস্ট ইন্ডিজকে আর কোনো বিপদে পড়তে দেননি শেমাইনে ক্যাম্পবেল (২৫*) ও দিয়ান্দ্রা ডটিন (৩৩*)। দুজনে মিলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ক্যারিবীয়দের জিতিয়ে মাঠ ছেড়েছেন।