ম্যাচ চলাকালীন বারবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় খেলোয়াড়দের মনোযোগে প্রভাব পড়েছে বলে মনে করেন আর্শদীপ। যার কারণে কোহলির মতো রোহিত শর্মা এবং শুভমান গিলরাও পারফর্ম করতে পারেননি বলে দাবি করছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্শদীপ বলেন, 'ভারতের হয়ে (এক দিনের ক্রিকেটে) ৩০০'র বেশি ম্যাচ খেলেছে। তাই ফর্ম ওর কাছে শুধুমাত্রই একটা শব্দ। ও জানে কী ভাবে এগিয়ে যেতে হয়। কোহলির সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পারা আমার কাছে আশীর্বাদের মতোই। আশা করি এই সিরিজ়ে ও প্রচুর রান করবে।'
'এই উইকেটে টিকে থাকলে রান আসতই। কেএল এবং অক্ষর রান করেছে। কিন্তু এত বার খেলা থেমেছে যে মনোযোগ ধরে রাখাই কঠিন ছিল। অস্ট্রেলিয়ার বোলারদেরও কৃতিত্ব প্রাপ্য।'
শুধু ফর্ম নয়, কোহলির মানসিক চাপ সম্পর্কেও প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। ভারতের ক্রিকেট মহলে গুঞ্জন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় নেই কোহলি এবং রোহিতরা। একমাত্র ফরম্যাটে খেলার কারণে কোহলি বাড়তি চাপে আছেন- এমন গুঞ্জন উড়িয়ে দেন আর্শদীপ।
তিনি বলেন, 'যে ফরম্যাটের কথা আপনারা বলছেন সেই ফরম্যাটেই এত দিন কোহলি দাপট দেখিয়ে এসেছে। তাই কোহলি জানে কী ভাবে এই ফরম্যাটে সফল হতে হয়। জানি না এখন ওর মন কী বলছে। সেটা জানার চেষ্টা করব। হয়তো পরের সাংবাদিক বৈঠকে এর উত্তর পেয়ে যাবেন।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে একই দিনে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হয় শুভমান গিলের। তার নেতৃত্বের প্রথম ম্যাচেই অবশ্য হেরেছে ভারত।
তবুও তার প্রশংসা করে আর্শদীপ বলেন, 'খুব কম এক দিনের ম্যাচ খেলেছি। তাই টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শুভমানের অধিনায়কত্বের পার্থক্য এখনই ধরতে পারব না। তবে আগের দু’জন বোলারদের অধিনায়ক ছিল। আমাদের স্বাধীনতা দিত। আজ শুভমানও আমাদের পরিকল্পনা সমর্থন করেছে। স্বাধীন ভাবে বল করতে উৎসাহ দিয়েছে।'