নারী বিশ্বকাপে দলসংখ্যা ও ম্যাচ বাড়াচ্ছে আইসিসি
সম্প্রতি সমাপ্ত নারী বিশ্বকাপের সাফল্যের পর সেই ধারা আরও এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলসংখ্যা বাড়ছে, আগের ১০ দলের বদলে থাকবে ১২টি দল।