বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র
২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। এখনো পর্যন্ত বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাকি চারটি দল চূড়ান্ত হবে নেপালে হতে যাওয়া বাছাই-পর্ব থেকে। ১০ দলের বাছাই পর্বের শুরুটা হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১লা ফেব্রুয়ারি।