আজিজুল-মিঠুনের হাফ সেঞ্চুরির পর রংপুরকে হারিয়ে প্লে অফে খুলনা
ছবি: আজিজুল হাকিম তামিম, ক্রিকফ্রেঞ্জি
আর তাতেই প্লে অফে জায়গা করে নিয়েছে খুলনা। দলটির দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানেই ফেরেন ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। এরপর তানবির হায়দার ও নাইম ইসলাম মিলে দলটির হাল ধরার চেষ্টা করেন। তবে এই জুটিকে বেশি দূর এগোতে দেননি মাসুম খান টুটুল।
তিনি ১৪ রান করা নাইমকে নিয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে আউট করেন। তানবির ফেরেন ১৯ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরির বলে সোহানকে ক্যাচ দিয়ে। চতুর্থ উইকেটে আব্দুল্লাহ আল মামুন ও অধিনায়ক আকবর আলী ৭৬ রানের জুটি গড়ে রংপুরকে পথ দেখাচ্ছিলেন।
ব্যক্তিগত ২৭ রানে পারভেজ জীবনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন মামুন। এরপর রংপুরের ব্যাটারদের আসা যাওয়া শুরু হয়। তারা ১২৪ রানের মধ্যেই তিন ব্যাটারকে হারায়। আকবর সর্বোচ্চ ২৯ বলে ৫২ রান করে আউট হন টিপু সুলতানের শিকার হয়ে। আরিফুল হক কোনো রান করার আগেই আউট হন।
এই বিপর্যয় থেকে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মুকিদুল ইসলাম মুগ্ধ ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন পারভেজ ও টিপু। একটি করে উইকেট নেন আল আমিন, মাসুম খান ও মৃত্য্যুঞ্জয়। এই ম্যাচে হারলেও প্লে অফ আগেই নিশ্চিত করেছে রংপুর। তারা ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে গ্রুপ পর্ব শেষ করেছে।