আজিজুল-মিঠুনের হাফ সেঞ্চুরির পর রংপুরকে হারিয়ে প্লে অফে খুলনা

আজিজুল হাকিম তামিম, ক্রিকফ্রেঞ্জি
আগের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এনামুল হক বিজয়। পরের ম্যাচে মাত্র ৯ রান করে ফিরেছেন খুলনার এই ওপেনার। অবশ্য আজিজুল হক তামিমের ৬৬ ও মোহাম্মদ মিঠুনের ৭১ ও  ইমরুল কায়েসের ১৯ বলে ৪০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে খুলনা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রানের বেশি করতে পারেনি রংপুর।

promotional_ad

আর তাতেই প্লে অফে জায়গা করে নিয়েছে খুলনা। দলটির দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানেই ফেরেন ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। এরপর তানবির হায়দার ও নাইম ইসলাম মিলে দলটির হাল ধরার চেষ্টা করেন। তবে এই জুটিকে বেশি দূর এগোতে দেননি মাসুম খান টুটুল। 


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

তিনি ১৪ রান করা নাইমকে নিয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে আউট করেন। তানবির ফেরেন ১৯ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরির বলে সোহানকে ক্যাচ দিয়ে। চতুর্থ উইকেটে আব্দুল্লাহ আল মামুন ও অধিনায়ক আকবর আলী ৭৬ রানের জুটি গড়ে রংপুরকে পথ দেখাচ্ছিলেন।


promotional_ad

ব্যক্তিগত ২৭ রানে পারভেজ জীবনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন মামুন। এরপর রংপুরের ব্যাটারদের আসা যাওয়া শুরু হয়। তারা ১২৪ রানের মধ্যেই তিন ব্যাটারকে হারায়। আকবর সর্বোচ্চ ২৯ বলে ৫২ রান করে আউট হন টিপু সুলতানের শিকার হয়ে। আরিফুল হক কোনো রান করার আগেই আউট হন।


আরো পড়ুন

মিরপুরে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে: লিটন

১৯ জুলাই ২৫
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

এই বিপর্যয় থেকে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মুকিদুল ইসলাম মুগ্ধ ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন পারভেজ ও টিপু। একটি করে উইকেট নেন আল আমিন, মাসুম খান ও মৃত্য্যুঞ্জয়। এই ম্যাচে হারলেও প্লে অফ আগেই নিশ্চিত করেছে রংপুর। তারা ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে গ্রুপ পর্ব শেষ করেছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball