ভারতের মাটিতে হতে যাওয়া গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ রুপি (১.১ মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৫ টাকা। শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি (৩.২ মার্কিন ডলার)। ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি হওয়ার আশা করছে আইসিসি। দ্রুতই শুরু হবে দ্বিতীয় ধাপের টিকেট বিক্রি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশের পরের দুই ম্যাচও কলকাতায়।
৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে খেলবে তারা। টাইগারদের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ম্যাচটি খেলবেন লিটনরা। বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে। বাংলাদেশ ও ইতালির ম্যাচের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি।
এ ছাড়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের সর্বনিম্ন টিকেট মূল্য ধরা হয়েছে ৩০০ রুপি। মুম্বাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-নেপালের ম্যাচের সর্বনিম্ন টিকেট মূল্য ২৫০ রুপি। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ৫৫ ম্যাচের বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ। ২০ দলের ম্যাচগুলো হবে ভারত ও শ্রীলঙ্কার ৮টি ভেন্যুতে।
বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সকে রাখা হয়েছে। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু হচ্ছে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।