
‘জাতীয় দলে খেলা সবারই স্বপ্ন, আমারও আছে’
সাউথ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে ফাইনালে সেদিন নার্ভ ধরে রেখে ধীরস্থির ও চৌকস ব্যাটিংয়ে বাংলাদেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দিয়েছিলেন আকবর আলী। অধিনায়কত্বের সঙ্গে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে বাংলাদেশকে জেতানোয় সবার কাছে পরিচিত হয়ে উঠেছিলেন ‘আকবর দ্য গ্রেট’ নামে। আকবরের সঙ্গে যুব বিশ্বকাপ জেতা অনেকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। তবে ডানহাতি ব্যাটার এখনো সেই ঘরোয়া ক্রিকেটেই পড়ে আছেন। যুব বিশ্বকাপজয়ী সতীর্থদের চেয়ে খানিকটা পিছিয়ে পড়লেও খুব বেশি আক্ষেপ নেই আকবরের। তবে রংপুরকে আরেকটি শিরোপা জেতানো অধিনায়ক আকবর জানালেন, অন্যদের মতো তিনিও স্বপ্ন দেখেন জাতীয় দলের হয়ে খেলার।