ভারতের দলে ফিরলেন গিল-আইয়ার, বাদ রুতুরাজ-তিলক

ভারত-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেও ঘাড়ের চোটে ওয়ানডে সিরিজ খেলা হয়নি শুভমান গিলের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফেরানো হয়েছে ভারতের অধিনায়ককে। গিলের পাশাপাশি ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ। তবে সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন রুতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল ও তিলক ভার্মা।

সবশেষ সিরিজে প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন রুতুরাজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ার পাশাপাশি নিজে খেলেছিলেন ৮৩ বলে ১০৫ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি তাঁর। জাতীয় দলের পাশাপাশি চলমান বিজয় হাজারে ট্রফিতেও ছন্দে আছেন ডানহাতি এই ব্যাটার। তবে অধিনায়ক গিল ফেরায় ছন্দে থেকেও জায়গা ছেড়ে দিতে হয়েছে রুতুরাজকে। অস্ট্রেলিয়া সফরের পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন আইয়ার।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে বিপাকে পড়ে চোট পেয়েছিলেন তিনি। একটা পর্যায়ে ডানহাতি মিডল অর্ডার ব্যাটারকে আইসিইউতেও রাখা হয়েছিল। যদিও চোট কাটিয়ে ফিরেছেন এক সিরিজ পরই। যদিও ফিটনেসের উপর নির্ভর করবে সবকিছু। স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার জন্য মেডিকেল বিভাগের সবুজ সংকেত লাগবে আইয়ারের। সিরিজ শুরুর আগে সেন্টার অব এক্সিলেন্সে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি।

অস্ট্রেলিয়াতে খেললেও সাউথ আফ্রিকা সিরিজে ছিলেন না সিরাজ। তবে নিউজিল্যান্ড সিরিজে ফেরানো হয়েছে ডানহাতি পেসারকে। টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার হলেও হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। তাদের সবাইকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে রুতুরাজ, তিলক ও জুরেলকে। গত সিরিজে অবশ্য কোন ম্যাচই খেলার সুযোগ পাননি জুরেল ও তিলক।

নিউজিল্যান্ড সিরিজে রাখা হয়নি হার্দিক পান্ডিয়াকে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই টুর্নামেন্টে ভারতের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তারকা অলরাউন্ডারকে বিশ্রাম দেয়া হয়েছে। বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, হার্দিক এখনো নির্দিষ্ট একটি ম্যাচে ১০ ওভার বোলিং করার জন্য সেন্টার অব এক্সিলেন্সের অনুমতি পায়নি। ১২, ১৪ ও ১৮ জানুয়ারি হবে ভারত ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ।

ভারতের স্কোয়াড— শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার (ফিটনেসের উপর নির্ভর), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা, ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং এবং ইয়াশভি জয়সাওয়াল (ফিটনেসের উপর নির্ভর)।

আরো পড়ুন: