টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

আন্তর্জাতিক
টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
শ্রীলঙ্কা দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দীর্ঘ এক বছর পর শ্রীলঙ্কা দলে ফিরলেন দাসুন শানাকা।

সর্বশেষ জাতীয় দলের জার্সিতে শানাকা খেলেছিলেন ২০২৪ সালের জুলাইতে। তার সঙ্গে ১৭ সদস্যের দলে ফিরেছেন আরেক আলোচিত ক্রিকেটার চামিকা করুণারত্নেও। এবারের দলে নেতৃত্ব দেবেন চারিথ আসালঙ্কা।

দাসুন শানাকার দলে ফেরার প্রভাবে বাদ পড়েছেন ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। শেষবার খেলা নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে। দুই ম্যাচে তিনি মাত্র ১৪ রান করতে পেরেছেন।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে কোনও বড় ইনিংস খেলতে পারেননি রাজাপাকসে। টিম ম্যানেজমেন্ট থেকে বারবার সুযোগ দেওয়া হলেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই এবার তাকে বাইরে বসতেই হলো।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, ডাম্বুলায়। এরপর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ১৬ জুলাই, কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড- চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

আরো পড়ুন: শ্রীলঙ্কা