promotional_ad

শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড, ফাইল ফটো
দলের মূল খেলোয়াড়দের কয়েকজন না থাকলেও দারুণ এক জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা জিতেছে ৯ উইকেটে। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।

promotional_ad

রবিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই দলটিকে বিপদের মধ্যে রাখে নিউজিল্যান্ডের বোলাররা। যার কারণে ব্যাটিংয়ে নেমে ২৩ রানেই চার উইকেট হারায় লঙ্কানরা। ম্যাট হেনরির বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে যান পাথুম নিশাঙ্কা (৮)।


দুই রান করা কুশল মেন্ডিসকে বোল্ড করেনজ্যাকব ডাফি। ইনফর্ম কামিন্দু মেন্ডিস রান আউট হন তিন রান করে। অধিনায়ক চারিথ আসালঙ্কা রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।


পঞ্চম উইকেটে জেনিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার প্রাথমিক বিপদ কাটিয়ে তোলেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। ২৬ ওভারে ভাঙে এই জুটি। ৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর চার বল পর ফিরে যান ফার্নান্দোও।


promotional_ad

তার ব্যাটে আসে ৬৩ বলে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান। ইনিংসে ছিল ছয়টি চারের সঙ্গে একটি ছক্কা। সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন চামিন্দু বিক্রমাসিংহে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিক্রমাসিংহে করেন ৪২ বলে ২২ রান। হাসারাঙ্গার ব্যাটে আসে ৩৩ বলে ৩৫ রান।


নিচের দিকে কেউ রান পাননি। তাই ৪৩.৪ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারেই ৯৩ রান তোলে নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্র। ৩৬ বলে ৪৫ রান করে বিক্রমাসিংহের বলে ফিরে যান রবীন্দ্র।


এরপর আর কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ৮৬ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াং। তার সঙ্গে ৩৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড জিতে ৯ উইকেটে। কিউইদের হয়ে ১৯ রানে ৪টি উইকেট নেন হেনরি। দুটি করে উইকেট নেন ডাফি ও স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball