ভারতের চাই ৫২২ রান, সাউথ আফ্রিকার দরকার ৮ উইকেট

আন্তর্জাতিক
ভারতের চাই ৫২২ রান, সাউথ আফ্রিকার দরকার ৮ উইকেট
আউট হয়ে ফিরে যাচ্ছেন লোকেশ রাহুল, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজ হারের কোনো সম্ভাবনাই রাখেনি সাউথ আফ্রিকা। উল্টো ভারতের সামনে সিরিজ হারের শঙ্কা। গৌহাটি টেস্ট ড্র হলেও সিরিজ জিতে নেবে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিং করে ভারতকে ৫৩৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করার রেকর্ড আছে। ফলে এই ম্যাচ জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে। এশিয়ার মাটিতে এর আগে কোনো দল ৪০০ রানও তাড়া করতে পারেনি। সর্বোচ্চ ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড আছে। সেটাও বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের।

ভারতের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৮৭ রানের। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড রান তাড়া করেছিল ভারত। ফলে বোঝাই যাচ্ছে জিততে হলে অনেক ইতিহাসই নতুন করে লিখতে হবে ভারতকে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি স্বাগতিকরা। তারা ২৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।

মার্কো জানসেন ও সাইমন হার্মার নিয়েছেন একটি করে উইকেট। ভারতের দুই ওপেনারই আউট হয়ে গেছেন। ইয়াসভি জয়সাওয়াল ১৩ ও লোকেশ রাহুল ৬ রান করে ফিরেছেন। চতুর্থ দিনের খেলা শেষে ভারত এখনও সাউথ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ৫২২ রানে।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার বড় লিডই তাদের চালকের আসনে বসিয়ে দিয়েছে। প্রোটিয়াদের করা ৪৮৯ রানের জবাবে ভারত অল আউট হয় ২০১ রান করে। ২৮৮ রানের লিড নিয়ে সাউথ আফ্রিকা ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন শেষেই প্রোটিয়ারা এগিয়ে ছিল ৩১৪ রানে।

চতুর্থ দিন নেমে ৫ উইকেট হারালেও বড় লিড নিশ্চিত করেছে তারা। আগের দিনই দুই ওপেনার সাজঘরে ফিরেছিলেন। এরপর ট্রিস্টিয়ান স্টাবসের ৯৪ ও টনি ডি জর্জির ৪৯ রানের ইনিংস বড় সংগ্রহ নিশ্চিত করে প্রোটিয়ারা। উইয়ান মুল্ডার শেশ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৫ রান করে। ভারতের হয়ে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একটি উইকেট যায় ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে।

আরো পড়ুন: ভারত