সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন মারুফা। দুর্দান্ত দুই ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেছিলেন ডানহাতি এই পেসার। ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করার ভিডিও শেয়ার করে মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের পেসারের প্রশংসা করেছেন প্রতিপক্ষের ব্যাটার থেকে সাবেক ক্রিকেটাররা।
যদিও ৬ ম্যাচে ৬ উইকেটের বেশি নিতে পারেননি মারুফা। বাংলাদেশের পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন তিনি। যা পেস বোলারদের দুই নম্বরে সেট। যদিও প্রথম ধাপে নিলামে মারুফার নাম ওঠা একটু কঠিন। কারণ প্রথমে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে। পরবর্তীতে শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড।
সেই রাউন্ডের জন্য নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে থেকে বেশ কিছু ক্রিকেটারের নাম বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিরা। মারুফাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজির যদি আগ্রহ থাকে তাহলে নিলামে নাম তোলা হতে পারে ডানহাতি এই পেসারের। স্বর্ণা ও রাবেয়ার ক্ষেত্রেও পরিস্থিতিটা একই। নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার শেষ ক্রিকেটার হচ্ছে স্বর্ণা।
অলরাউন্ডারদের সেটে ৬ এবং এমনিতে ৩৪ নম্বর সেটে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। স্বর্ণার ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি। রাবেয়া অবশ্য স্বর্ণার একটু আগেই আছেন। একই সেটে থাকা রাবেয়ার সিরিয়াল নম্বর ২৩২। যার ফলে তাদের নিলামে নাম ওঠার সম্ভাবনা ক্ষীণ। যদিও নারী আইপিএলের নিলামে চোখ থাকবে বাংলাদেশের সমর্থকদের।
নিলামের এক নম্বর সেট অর্থাৎ মার্কি ক্যাটাগরিতে আছেন ৮ ক্রিকেটার। ভারতের দীপ্তি শর্মা ও রেনুকা সিং ঠাকুরের সঙ্গে একই সেটে আছেন লরা উলভার্ট, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, অ্যামেলিয়া কার, সোফি একলেস্টন ও সোফি ডিভাইন। সবমিলিয়ে ১৫ কোটি রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে সবচেয়ে বেশি ১৪ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে ইউপি ওয়ারিয়র্স।
বাকিদের মধ্যে গুজরাট জায়ান্টসের ৯ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৬.১৫ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স ৫.৫৭ কোটি রুপি এবং দিল্লি ক্যাপিটালসের ৫.৭০ কোটি রুপি আছে। স্কোয়াড গোছাতে মুম্বাই ও দিল্লিকে অন্তত ১০জন ক্রিকেটারকে কিনতে হবে। ৭ জানুয়ারিতে শুরু হওয়া নারী আইপিএলের ফাইনাল হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ডিওয়াই পাতিল ও কোতাম্বি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।