হেলিকপ্টারে চড়ে মাঠে আসবে বিপিএলের ট্রফি

বিপিএল
বিপিএল শিরোপা
বিপিএল শিরোপা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের আসর শুরুর আগেই জানানো হয়েছিল, এবারের চ্যাম্পিয়ন দল পাবে একেবারে নতুন নকশার ট্রফি। সেই শিরোপা নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা-কল্পনা। তবে টুর্নামেন্টের শেষ প্রান্তে এসেও এখনও জনসম্মুখে আনা হয়নি ট্রফিটি। দর্শকদের জন্য এই ট্রফিকে ঘিরে চমকই রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার রাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ফাইনালের দিন বিকেল সাড়ে ৪টায় মাঠে দর্শকদের সামনে উন্মুক্ত করা হবে বিপিএলের নতুন শিরোপা। জানা গেছে, বিশেষ এই আয়োজনে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আকবর আলী।

২০১৮ সালে সালমার নেতৃত্বেই প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। আর ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অর্জন হিসেবে স্বীকৃত। বিপিএলের নতুন এই ট্রফি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার ডলার।

দুবাইয়ের একটি স্বনামধন্য ট্রফি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে বলে জানিয়েছে বিসিবি। এবারের বিপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। দুই দলের অধিনায়ক শেখ মেহেদী ও নাজমুল হোসেন শান্ত মাঠের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করবেন।

এরপর প্রায় আধ ঘণ্টা ধরে শিরোপাটি মাঠে ঘুরিয়ে দর্শকদের দেখানো হবে। ফাইনাল উপলক্ষে একটি ছোট পরিসরের বিনোদনমূলক আয়োজনও রেখেছে বিসিবি। সেখানে পারফর্ম করবেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে টস, আর ঠিক ৬টায় শুরু হবে বিপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ।

আরো পড়ুন: