বিপিএল ট্রফি উন্মোচনের সময় জানালো বিসিবি

বিপিএল
বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে এবারের বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে চট্টগ্রামের বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রাজশাহী।

ফাইনালের আগেরদিন দুই ফাইনালিস্ট দলের অধিনায়ককে নিয়ে ফটোশ্যুটের রীতি থাকলেও তা হয়নি। তবে বিসিবির পক্ষ থেকে সন্ধ্যায় জানানো হয়েছে ফাইনালের দিন বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উন্মুক্ত করা হবে বিপিএলের ট্রফি।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, 'সব বয়সের ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ, রঙিন সন্ধ্যা। এই শুক্রবার, ২৩ জানুয়ারি—বিপিএল টি–টোয়েন্টি ২০২৬ ফাইনালের ঠিক আগে—শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আপনিও হয়ে উঠতে পারেন সেই স্মরণীয় মুহূর্তের অংশ। সময় করে একটু আগেই চলে আসুন।'

আরও বলা হয়েছে 'চারপাশ জুড়ে থাকবে রঙের ছটা, সংগীতের মূর্ছনা আর গ্যালারিভর্তি উত্তেজনার স্পন্দন। বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বিপিএল ট্রফি—সেখান থেকেই শুরু হবে গৌরবের পথে শেষ কাউন্টডাউন। এই মুহূর্ত মিস করার সুযোগ নেই। ক্রিকেটের উৎসব শুরু হোক মাঠ থেকেই।'

আগেই জানা গেছে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানকে নতুন ট্রফি বানানোর দায়িত্ব দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ডায়মন্ড খচিত ট্রফি তৈরিতে তাদের খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ লাখ টাকা। বিপিএলের জন্য দুইটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। একটি চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে এবং আরেকটি বিসিবিতে রাখা হবে।

আরো পড়ুন: