রিশাদের হোবার্টের বিপক্ষে না খেলেই বিগ ব্যাশ ছাড়ছেন বাবর

বাবর আজম, ক্রিকেট অস্ট্রেলিয়া
বাবর আজম, ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্যই এনওসি পেয়েছিলেন বাবর আজম। তবে টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে ডানহাতি ব্যাটারকে। পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে চ্যালেঞ্জার ফাইনালের আগেই দেশে ফিরছেন বাবর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিডনি সিক্সার্স।

চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। বিগ ব্যাশে ব্যস্ত থাকায় সেই সিরিজে রাখা হয়নি বাবরকে। তবে অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকতে পারেন তিনি। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে সিরিজটিকে।

পাকিস্তান সফরের অস্ট্রেলিয়া দলে থাকা ক্রিকেটাররা অবশ্য বিগ ব্যাশের ফাইনাল খেলবেন। তবে বাকিরা সবাই ২৪ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন। এদিকে পাকিস্তানও অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপের জন্য ক্যাম্প করছেন। সেই ক্যাম্পে যোগ দিতেই বিগ ব্যাশ ছাড়তে হচ্ছে বাবরকে।

সিক্সার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিডনি সিক্সার্সকে আজ জানানো হয়েছে সিক্সার্সের ওপেনার বাবর আজমকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পাকিস্তানে ফিরে যেতে হবে। যার ফলে অবিলম্বে বাবর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং টুর্নামেন্টের বাকি অংশে নির্বাচনের জন্য অ্যাভেইলেবল থাকবেন না।

বিগ ব্যাশে সময়টা একেবারেই ভালো যায়নি বাবরের। সিক্সার্সের হয়ে ১১ ম্যাচে ২২.৪৪ গড় ও ১০৩.০৬ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন। দুইটা হাফ সেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্টের পুরোটা সময় ব্যাটিং নিয়ে অস্বস্তিতে দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়াতে নিজের সময়টা উপভোগ করেছেন বলে জানিয়েছেন বাবর। এ ছাড়া সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ডানহাতি ব্যাটার।

বাবর বলেন, ‘প্রথমত, সিডনি সিক্সার্সকে ধন্যবাদ। সব ছেলে ও কোচদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করেছি। দুর্ভাগ্যবশত জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য আমাকে দল ছেড়ে যেতে হচ্ছে। অনেক ফান হয়েছে, ইতিবাচক অনেক কিছুই হয়েছে, এসব নিয়ে দেশে ফিরে যেতে হচ্ছে। আমার সময়টা খুবই উপভোগ করেছি। বিশেষ করে সিডনি সিক্সার্স সমর্থকদের ধন্যবাদ, যারা কিনা পুরোটা সময় সমর্থন দিয়েছে।’

চ্যালেঞ্জারে সিক্সার্সের প্রতিপক্ষ হোবার্ট। সেই ম্যাচের জন্য বাবরের বদলি হিসেবে স্কোয়াডে নেয়া হয়েছে অভিজ্ঞ ড্যানিয়েল হিউজকে। একাদশে থাকলে বিগ ব্যাশে নিজের শততম ম্যাচ খেলবেন তিনি। এ দিকে মাইনর হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরছেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। ব্রিসবেন হিটের বিপক্ষে পাওয়া চোটে নক আউটে মেলবোর্ন স্টার্সের সঙ্গে খেলতে পারেননি।

আরো পড়ুন: