বিশ্বকাপ ইস্যুতে লিটন-মুস্তাফিজদের সঙ্গে দেখা করবেন আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিলেট টাইটান্সের কাছে হেরে এলিমিনেটর থেকে বাদ পড়ে রংপুর রাইডার্স। সেদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপ ইস্যুতে তাদের সঙ্গে বোর্ডের কারও আলোচনা হয়েছে কিনা কিংবা তাদের কাছে মতামত চাওয়া হয়েছে কিনা। ডানহাতি উইকেটকিপার ব্যাটার তখন সরাসরি জানিয়েছিলেন, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি।

এবার অবশ্য তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আসিফ নজরুল। ২২ জানুয়ারি বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লিটন-মুস্তাফিজুর রহমানদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের মতামত জানতে চাইবেন তিনি। পাশাপাশি সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করবেন আসিফ নজরুল।

কয়েক দফায় বোঝানোর চেষ্টা করা হলেও বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আসিফ নজরুল।

বিজেপির একাংশ ও বেশ কয়েকটি উগ্র ধর্মীয় সংগঠনের তোপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য হয় বিসিসিআই। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কলকাতা নাইট রাইডার্সও তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয়। এমন ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকেই টানাপোড়েন শুরু।

পরবর্তী সময়ে আইসিসিকে দু’বার চিঠি দিয়ে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে অনুরোধ করে বিসিবি। চিঠি দেয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। গত ১৭ জানুয়ারি বাংলাদেশশের সঙ্গে আলোচনা করতে অ্যান্ড্রু এফগ্রেভকে প্রতিনিধি হিসেবে পাঠায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কয়েক ঘণ্টার বৈঠকেও সমাধান আসেনি।

বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভার আয়োজন করে আইসিসি। সেখানেও তাদের মন গলাতে পারেননি বুলবুল। পরবর্তীতে ভোটের আয়োজন করা হলে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। যার ফলে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টা সময় পাচ্ছে বিসিবি। বাংলাদেশের সামনে এখন দুইটি পথ খোলা। হয়ত ভারতে যেতে হবে নয়ত বিশ্বকাপ বয়কট করতে হবে।

আরো পড়ুন: