বিসিবিতে মিটিং, আবারও পেছাতে পারে নির্বাচন

বাংলাদেশ
বিসিবিতে মিটিং, আবারও পেছাতে পারে নির্বাচন
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবির নির্বাচন। যদিও পরবর্তীতে সেটা দুদিন পিছিয়ে দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে ধারণা করা হচ্ছে, আরও এক দফা পিছিয়ে যেতে পারে নির্বাচন। এখনো কাউন্সিলরদের খসড়া তালিকা না পাওয়ায় নির্বাচন পেছাতে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বিসিবিতে মিটিং করছে নির্বাচন কমিশন।

বিসিবির নির্বাচনী তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় খসড়া ভোটারদের তালিকা প্রকাশ করার কথা ছিল। তালিকা চূড়ান্ত করতে শেষবারের মতো মিটিং করে বিসিবি। যদিও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি বিসিবির সভাও। সন্ধ্যা ৬ টায় সভা হওয়ার কথা থাকলেও পৌনে সাতটার দিকে পরিচালকদের জানানো হয় সভা শুরু হবে রাত সাড়ে ৯ টায়।

লম্বা বৈঠক শেষে মধ্য রাতে সংবাদ সম্মেলন করেন ইফতেখার রহমান মিঠু। যদিও সভা শেষে কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। কাউন্সিলরদের নাম জমা দেয়ার শেষ সময় সন্ধ্যা ৬ টা হলেও রাত ৯ টার দিকেও জমা দিয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবুও তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। যতটুকু জানা গেছে, এখনো তালিকা হাতে পায়নি নির্বাচন কমিশন।

কাউন্সিলরদের তালিকা নিয়ে সমস্যাটা শুরু হয়েছে আরও কয়েকদিন আগে। এডহক কমিটি থেকে নাম না দেয়ায় আবারও কাউন্সিলরদের নাম পাঠাতে সময় বৃদ্ধি করেন বিসিবি। পাশাপাশি নিজের স্বাক্ষর করে জাতীয় ক্রিকেট পরিষদকে (এনএসসি) চিঠিও লেখেন তিনি। সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা যেন এডহক কমিটি থেকে কাউন্সিলর দেয় সেটার জন্য এনএসসির হস্তক্ষেপ চান বুলবুল।

এমন ঘটনায় প্রতিবাদ করেন তামিম ইকবালের প্যানেল। পরবর্তীতে হাইকোর্টে রিট করেন বেশ কয়েকজন কাউন্সিলর।যেখানে ১৫ দিনের জন্য বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। দেড় ঘণ্টার ব্যবধানে বদলে যায় সেই সিদ্ধান্তও। এমন অবস্থায় কাউন্সিলরদের তালিকা না হওয়ায় বিসিবিতে বুলবুলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচন পেছাতেই বৈঠক করছেন তারা। এখনো কাউন্সিলরদের খসড়া তালিকা না হওয়ায় বর্তমান তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব নয়। একারণে নির্বাচন পিছিয়ে দেয়ার কথা ভাবছে নির্বাচন। এমনকি নতুন করে তফসিল ঘোষণাও করা হতে পারে। নির্বাচন কতদিন পিছিয়ে যাবে তা এখনো নিশ্চিত নয়।

আরো পড়ুন: বিসিবি নির্বাচন