
সবধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা ক্লাবগুলোর। বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো।
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা ক্লাবগুলোর। বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো।
বিসিবি সভাপতির দায়িত্ব পেলেও পারফরম্যান্স খারাপ হওয়ার পাশাপাশি পরিচালকদের অনাস্থায় কয়েক মাসের ব্যবধানে ফারুক আহমেদকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি নির্বাচনে অংশ নিয়ে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়ে আবারও বোর্ডে ফিরেছেন তিনি। আগে সভাপতি থাকলেও এবার সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওই সময় বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও পেছনে ফিরতে চান না তিনি। বরং অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান ফারুক।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন এম ইসফাক আহসান। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে তাকে সরিয়ে দিয়েছে এনএসসি। যমুনা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কারা জয়ী হচ্ছেন সেটা প্রায় নিশ্চিতই ছিল। ৬ অক্টোবর নির্বাচনের আনুষ্ঠিকতা শেষে বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা পেয়েছেন ২৩ জন। এ ছাড়া দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায়। যার ফলে সন্ধ্যা নাগাদ বিসিবির আগামী পরিচালনা পর্ষদের ২৫ জন পরিচালকের তালিকা চূড়ান্ত হয়েছে। পরবর্তীতে তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। সন্ধ্যা ৬ টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের বিতর্ক যেন শেষই হচ্ছে না। নির্বাচন শুরুর কয়েকদিন আগেই সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও কয়েকজন। সবমিলিয়ে ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। সন্ধ্যা ৬ টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।
সোমবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন এই নির্বাচনে অনিয়মের অভিযোগে একের পর এক প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের ঠিক আগেরদিন সরে দাঁড়ালেন ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। গত ১ অক্টোবর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। তবে এরপরও একের পর এক প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
‘ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন!’ এমন মন্তব্য করে বিসিবি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম ইকবাল। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন প্রার্থী। পরবর্তী সময়ে একই পথে হেঁটেছেন আরও তিনজন। ৪ অক্টোবর রাত পর্যন্ত সবমিলিয়ে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১৯ জন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নাটকীয়তা ও বির্তক যেন শেষই হচ্ছে না। নির্বাচনের একদিন আগেও নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। এ ছাড়া ঢাকার বেশিরভাগ ক্লাবই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামীকাল সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে নানা আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে দেশের শীর্ষ ক্রীড়া সংস্থাটিকে। তবে আপিল বিভাগের আদেশে এখন নির্বাচনে আর কোনো বাধা নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পেছানোসহ যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে তিনটি প্রস্তাব তুলে ধরতে চেয়েছিলেন রফিকুল ইসলাম বাবু। ২ অক্টোবর ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দেয়া প্রস্তাবের সঙ্গে সুর মেলালেন মাসুদউজ্জামান। পাশাপাশি তিনটি দাবি মেনে নির্বাচন না পেছালে সবধরনের ক্রিকেট বর্জনের হুমকিও দিয়েছেন জমোহামেডান ক্লাবের কাউন্সিলর।