ছয় উইকেটে ২৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সাউথ আফ্রিকা। এ দিন শুরু থেকেই বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে থাকেন মুথুসামি এবং কাইল ভেরাইনি। দুজনে মিলে গড়েন ৮৮ রানের জুটি।
এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। ভেরাইনিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই অলরাউন্ডার। ১২২ বলে ৪৫ রান করে ফিরে যান ভেরাইনি। তারপর যেন ম্যাচ আরো জমিয়ে তোলেন মুথুসামি এবং জানসেন। এই দুজনের জুটিতে আসে ৯৭ রান।
এই জুটিতেই সেঞ্চুরি পূরণ করেন মুথুসামি। সেঞ্চুরির পর তাকে থামান মোহাম্মদ সিরাজ। তার শর্ট বলে ফাইন লেগে ইয়াশভি জায়সাওয়ালকে ক্যাচ দিয়ে ফিরে যান মুথুসামি, ফেরার আগে করেন ২০৬ বলে ১০৯ রান।
তারপরের গল্পটা শুধুই জানসেনের। টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিং জমিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন এই পেস বোলিং অলরাউন্ডার। দলের রানও বাড়াতে থাকেন তিনি। সাইমন হার্মারের সঙ্গে ৩১ এবং কেশভ মহারাজের সঙ্গে ২৭ রান যোগ করেন তিনি।
যদিও কুলদীপ যাদবের বলে বোল্ড হওয়ায় সেঞ্চুরি পূরণ করতে পারেননি জানসেন। ৯১ বলে ৯৩ রানে থামে তার ইনিংস। হার্মার ১৭ বলে পাঁচ এবং মহারাজ ৩১ বলে ১২ রান করেন। ভারতের হয়ে ১১৫ রান খরচায় চার উইকেট নেন কুলদীপ। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং জাদেজা।