ছোটোবেলার বন্ধু হলেও কেউ শুভাকাঙ্ক্ষী না: তাসকিন

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

বৃহস্পতিবার তাসকিন বগুড়ায় হাজির হয়েছিলেন রিমার্ক হারল্যানের একটি শো রুম উদ্বোধনে। সেখানেই এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে সবাইকে। আগামী প্রজন্ম এই ঘটনা থেকে শিক্ষা নেবেন বলেও আশাবাদী তাসকিন। ছোটোবেলার বন্ধু হলেও কেউ শুভাকাঙ্ক্ষী হবে সেটা বোকামি মনে করছেন এই পেসার।
তাসকিন ইস্যুতে উদ্বিগ্ন হয়ে কর্মশালার আয়োজন করছে বিসিবি
৩০ জুলাই ২৫
তাসকিন বলেছেন, 'যে বিষয়টি ঘটেছে, তা আসলে কিছুটা দুঃখজনক। আমি আসলে কখনো এমনটা আশা করিনি, কারণ ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল। তবে এই ঘটনা থেকে আমার ভক্তরা এবং আগামী প্রজন্ম একটি জিনিস শিখতে পারবে যে, বন্ধুত্ব নির্বাচনে কতটা সতর্ক থাকতে হয়। ছোটবেলার বন্ধু হলেই যে সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই।'

তাসকিন কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলেছেন। বল হাতে পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিততে বড় ভূমিকা রেখেছেন। সামনেই এশিয়া কাপ। তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশ এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে। তবে কোনো দলকেই হালকা করে দেখার সুযোগ নেই বলে মনে করেন এই পেসার।
আইপিএল, বিগ ব্যাশ দেখে উদ্ভাবনী শট শেখেন আরিফুল
৬ ঘন্টা আগে
তাসকিন বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে আমার স্বপ্ন হলো আমরা চ্যাম্পিয়ন হব। অবশ্যই, টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অনিশ্চয়তা থাকে। হংকংয়ের সাথেও কঠিন প্রতিযোগিতা হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—সবাই এশিয়ার বেশ ভালো দল। নিশ্চিতভাবে সহজ হবে না, তবে, আলহামদুলিল্লাহ, শেষ দুটি সিরিজে আপনারা দেখেছেন আমরা জিতেছি। আমরা ভালো ছন্দে আছি। আশা করছি ভালো কিছু হবে।'
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে সেখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লিটন দাসের দল। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ । এরপর ১৩ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।