মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সাকিবের শোক

ছবি: সাকিব আল হাসান

এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা এই ঘটনায় শোক জানিয়েছেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন সাকিব আল হাসানও। বর্তমানে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন এই তারকা অলরাউন্ডার।
সাকিব ভাই ক্রিকেট মাঠে অনেক এনজয় করছে: সোহান
৩০ জুলাই ২৫
তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।'

‘ইংল্যান্ডকে কঠিন সময় দিয়ে অস্ট্রেলিয়ায় বাজেভাবে হারবে বাংলাদেশ’
২ ঘন্টা আগে
তিনি আরও লিখেছেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।'
সাকিব আরও লিখেছেন, 'আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।'