পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

ছবি: আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

এরপর ফিজিও তার কাছে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে মাঠ ছেড়ে যান শান্ত। সে সময় শান্তর চোটের অবস্থা জানা যায়নি। তবে ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র জানিয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে এই ব্যাটারকে।
শান্ত-তানজিদের উইকেটকে ‘টার্নিং পয়েন্ট’ বলছেন হাসারাঙ্গা
৩ জুলাই ২৫
চোট পাওয়ার পর থেকেই তিনি অস্বস্তিতে ভুগছিলেন এবং এরপর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। এ বছরের শুরুতেও শান্ত একই ধরনের চোটে ভুগেছিলেন। বেশ কিছুদিনের বিশ্রাম ও চিকিৎসার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন তিনি।

বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বলেছে, 'সে এখন বিশ্রামে আছে এবং বরফ দেয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।'
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৮ মিনিট আগে
রবিবার শান্তর অবস্থা আবারও মূল্যায়ন করবে বাংলাদেশ দলের মেডিকেল টিম। এরপর ক্যান্ডিতে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ১৬ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে শান্ত আউট হয়েছিলেন মাত্র ১৪ রান করে।