সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মহারাষ্ট্র রাজ্য দলকে নেতৃত্ব দিতেন রুতুরাজ। এবার তিনি জাতীয় দলে ডাক পাওয়ায় রাজ্য দলের নেতৃত্বের দায়ভার আসছে পৃথ্বীর কাঁধেই। মহারাষ্ট্র দল এখনও কোনো সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি।
তবে দলের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই পৃথ্বীর সঙ্গে আলোচনা করেছে এবং প্রয়োজনে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলেছে। দিন দুয়েকের মধ্যে আনুষ্ঠানিকভাবে পৃথ্বীর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে।
সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রুতুরাজ ভারতের দলে সুযোগ পেয়েছেন। এটি প্রায় দু’বছর পর তার জাতীয় দলে প্রত্যাবর্তন। এ কারণেই মূলত পৃথ্বীকে মহারাষ্ট্রের নেতৃত্ব দেয়ার সুযোগ তৈরি হয়েছে, যা মুম্বাই ছেড়ে নতুন দলে যোগ দেয়ার পর তার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আইপিএল নিলামের আগে এই নেতৃত্বের অভিজ্ঞতা তার জন্য ভালো সুযোগ হিসেবে দেখা হচ্ছে। অতীতে কিছু বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও দলের নেতৃত্ব পাওয়ার সম্ভাবনায় বেশ এগিয়ে এই ওপেনার।
মুশতাক আলী টি-টোয়েন্টি প্রতিযোগিতা বুধবার, ২৬ নভেম্বর থেকে শুরু হবে। মহারাষ্ট্রের প্রথম ম্যাচটি শুক্রবার হায়দরাবাদের বিপক্ষে অনুষ্ঠিত হবে।