‘অসম্মানজনক’ আচরণে ক্ষুব্ধ সাইফ
বিপিএলের মাঝেই তুমুল আলোচনা তৈরি হয়েছিল ঢাকা ক্যাপিটালস নিয়ে। দলটির প্রধান নির্বাহী সংবাদ সম্মেলনে করে জানিয়েছিলেন তাদের দুই ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ও সাইফ হাসানকে নিয়ম না মেনে হয়রানি করেছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের (আকু) বিপক্ষে। এ কারণে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।