টি-টেন লিগে সাকিব-নাহিদ-সাইফদের কার খেলা কবে

ফ্র্যাঞ্চাইজি লিগ
টি-টেন লিগে সাকিব-নাহিদ-সাইফদের কার খেলা কবে
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আবু ধাবি টি-টেন লিগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। বাংলাদেশের আরও দুই ক্রিকেটার দল পেয়েছেন ড্রাফট থেকে। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে সাইফ হাসান এবং পেসার নাহিদ রানা খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে। আগামী ১৮ নভেম্বর পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের আগামী আসরের। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০ নভেম্বর।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খেলা নেই বাংলাদেশের তিন ক্রিকেটারের কারও। তবে ১৯ নভেম্বর মাঠে নামবেন তারা সবাই। দিনের প্রথম ম্যাচে নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সাইফের অ্যাসপিন স্ট্যালিয়ন্স। সেদিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যাম্পস ও ভিস্তা রাইডার্স। অর্থাৎ দুজনই যদি একাদশে থাকেন তাহলে সেই ম্যাচে সাকিব ও নাহিদের লড়াই দেখার সুযোগ থাকবে। ২০ নভেম্বর সাকিবের খেলা ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে।

একই দিনে সাইফের অ্যাসপিন স্ট্যালিয়ন্স খেলতে নামবে আজমান টাইটান্সের সঙ্গে। নাহিদের ভিস্তা রাইডার্সের খেলা আছে দিল্লি বুলসের বিপক্ষে। ২১ নভেম্বর খেলা আছে শুধুমাত্র সাকিবের। বাংলাদেশের সাবেক অধিনায়কের খেলা দিল্লির সঙ্গে। ২২ নভেম্বরে লড়াই হবে সাইফ ও নাহিদের দলের মধ্যে। সাকিব ও সাইফ একে অপরের বিপক্ষে খেলবেন ২৬ নভেম্বর।

সাকিব আল হাসানের ম্যাচের সূচি:

১৯ নভেম্বর— ভিস্তা রাইডার্স

২০ নভেম্বর— ডেকান গ্লাডিয়েটর্স

২১ নভেম্বর— দিল্লি বুলস

২৩ নভেম্বর— আজমান টাইটান্স

২৬ নভেম্বর— অ্যাসপিন স্ট্যালিয়ন্স

২৭ নভেম্বর— নর্দান ওয়ারিয়র্স

২৮ নভেম্বর— কোয়েটা কাভারলি

সাইফ হাসানের ম্যাচের সূচি:

১৯ নভেম্বর— নর্দান ওয়ারিয়র্স

২০ নভেম্বর— আজমান টাইটান্স

২২ নভেম্বর— ভিস্তা রাইডার্স

২৩ নভেম্বর— কোয়েটা কাভারলি

২৫ নভেম্বর— ডেকান গ্লাডিয়েটর্স

২৬ নভেম্বর— রয়্যাল চ্যাম্পস

২৭ নভেম্বর— দিল্লি বুলস

নাহিদ রানার ম্যাচের সূচি:

১৯ নভেম্বর— রয়্যাল চ্যাম্পস

২০ নভেম্বর— দিল্লি বুলস

২২ নভেম্বর— অ্যাসপিন স্ট্যালিয়ন্স

২৩ নভেম্বর— নর্দান ওয়ারিয়র্স

২৫ নভেম্বর— আজমান টাইটান্স

২৭ নভেম্বর— কোয়েটা কাভারলি

২৮ নভেম্বর— ডেকান গ্লাডিয়েটর্স

আরো পড়ুন: আবুধাবি টি-টেন