নাসুম-তানজিমদের নৈপুণ্যে অল আউট খুলনা, শিবলির সেঞ্চুরি
নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে খুলনা ২৫৯ রানে অল আউট হয়। জবাবে বিনা উইকেটে ২৮ রান করেছে সিলেট। দিন শেষে ২৩১ রানে পিছিয়ে আছে দলটি। আরেক ম্যাচে রাজশাহী অল আউট হয় ২৯৮ রানে। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে চার উইকেটে ২৫২ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা। দলটি পিছিয়ে আছে ৪৬ রানে।