
‘সুপারস্টার’ সোহাগ গাজী ২-৩ ম্যাচ জেতাবে, চাওয়া আশরাফুলের
সোহাগ গাজী, ফজলে মাহমুদ রাব্বির সঙ্গে তানভীর ইসলাম— জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের তারকা বলতে তিনজনই। সোহাগ গাজী, ফজলে রাব্বি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন, তানভীর এখনো খেলছেন। তাদের পাশাপাশি রুয়েল মিয়া, ইয়াসিন আরাফাত মিশু, সালমান হোসেন ইমনদের নিয়ে স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল। বরিশালের প্রধানের কোচের ভরসা অবশ্য সোহাগ গাজী। ৬ ম্যাচের অন্তত দুই কিংবা তিনটিতে ম্যাচ জেতানো পারফরম্যান্স করবেন তিনি, আশা আশরাফুলের।