আশরাফুল খেলাধুলা ছেড়ে এখন পুরোদস্তর কোচ হিসেবে কাজ করছেন। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের সাবেক অধিনায়কের কোচ হওয়ার বিষয়টি আপাতত আলোচনার পর্যায়ে। যদি দায়িত্ব নেনও তবুও কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়। এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে (কোচ হিসেবে কাজ করার জন্য)। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এ ছাড়া নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলামরা বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন বিসিবির সঙ্গে। এবার আশরাফুলকেও এইরকম কোনো ভূমিকায় দেখা যেতে পারে।
এই বিষয়ে খোলাসা করে আশরাফুল বলেছেন, ‘সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি কোচ হিসেবে কাজ করার জন্য ইতিবাচক মাইন্ডসেটে আছি। যদি দায়িত্ব পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।'