পিএসএলের প্রাইজমানি ঘোষণা
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৫.৫ কোটি বাংলাদেশি টাকা)। রানার্সআপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ডলার (প্রায় ২.২ কোটি টাকা)।