১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল সাউথ আফ্রিকা

আন্তর্জাতিক
১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল সাউথ আফ্রিকা
প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার উইকেট নেয়ার কীর্তি গড়েছেন সাইমন হার্মার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
৭১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলেই ৪ উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নেমেই পঞ্চম বলে হারায় বাবর আজমের উইকেট। পরবর্তীতে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, শাহীন শাহ আফ্রিদিরা। আগের দিনের সঙ্গে ৪৪ রান যোগ করে ১৩৮ রানে অল আউট হয় পাকিস্তান। ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। যার ফলে ২০০৭ সালের পর অর্থাৎ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল সফরকারীরা।

রাওয়ালপিন্ডিতে আগের দিনের ৪ উইকেটে ৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন বাবর ও রিজওয়ান। দিনের দ্বিতীয় বলে সাইমন হার্মারের লেংথ ডেলিভারিতে অন সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর টিকতে পারেননি তিনি। ওই ওভারেই লেগ বিফোর উইকেট হয়েছেন হার্মারের বলে। ৭ চারে ৮৭ বলে ৫০ রান করে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার।

পাকিস্তানের রান একশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন রিজওয়ানও। হার্মারের লেংথ ডেলিভারিতে সামনের পায়ে ভর করে সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন তিনি। তবে এজ হয়ে শর্ট লেগ স্লিপে দাঁড়িয়ে থাকা টনি ডি জর্জির হাতে ক্যাচ দিয়েছেন ৬৪ বলে ১৮ রান করা রিজওয়ান। নিজের পরের ওভারে ফিরিয়েছেন নোমানকে। বাঁহাতি ব্যাটারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার উইকেট পূর্ণ করেন হার্মার।

২৩৪ প্রথম শ্রেণির ম্যাচে এমন কীর্তি গড়লেন ডানহাতি এই স্পিনার। পরবর্তীতে দ্রুতই ফিরে গেছেন শাহীন আফ্রিদি, সাজিদ খান ও আসিফ আফ্রিদি। শেষ পর্যন্ত ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাতে সাউথ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৮ রান। মাত্র ৫০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন হার্মার। এ ছাড়া কেশভ মহারাজ দুইটি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৬৮ রান তাড়ায় সাউথ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। তাদের দুজনের ব্যাটে ৯.২ ওভারে পঞ্চাশ ছুঁয়ে ফেলে সফরকারীরা। ইনিংসের ১২তম ওভারে মার্করামকে বিদায় করে ৬৪ রানের জুটি ভাঙেন নোমান আলী। ৪৫ বলে ৪২ রান করেন মার্করাম। একই ওভারে ফিরিয়েছেন ট্রিস্টিয়ান স্টাবসকেও। তবে রিকেলটন ২৫ রান করে সাউথ আফ্রিকার ৮ উইকেটের জয় নিশ্চিত করেন।

আরো পড়ুন: পাকিস্তান