পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিলার ও কোয়েতজি

আন্তর্জাতিক
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিলার ও কোয়েতজি
ডেভিড মিলার, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এইডেন মার্করাম বিশ্রামে থাকায় পাকিস্তান সফরে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল ডেভিড মিলারের। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের। মিলারের মতো ছিটকে গেছেন জেরাল্ড কোয়েতজি। পুরো সাদা বলের সিরিজেই পাওয়া যাবে না পেস বোলিং এই অলরাউন্ডারকে।

টেম্বা বাভুমা না থাকায় পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম। তবে ডানহাতি ব্যাটারকে রাখা হয়নি ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে। নভেম্বরে ভারত সফরে যাবে আফ্রিকা। পুরো ভারত সফরে মার্করামের সার্ভিস পেতেই এমন সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

মার্করাম না থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার কথা ছিল মিলারের। কিন্তু প্রস্তুতির সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। গ্রেড-ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পুনর্বাসনে থাকতে হচ্ছে তাকে। এমন অবস্থায় মিলারের পরিবর্তে টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন দোনোভান ফেরেইরা।

নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও সাউথ আফ্রিকার অধিনায়ক ছিলেন তিনি। যদিও সেই ম্যাচে শেষ বলের লড়াইয়ে ৪ উইকেট হারে সফরকারীরা। ওই সিরিজেই পেশির চোটে পড়েছিলেন কোয়েতজি। নামিবিয়ার বিপক্ষে ১.৩ ওভার বোলিং করার পরই মাঠ ছেড়েছিলেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

এমতাবস্থায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না কোয়েতজিকে। টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে ম্যাথু ব্রিটজকে এবং এখনো অভিষেক না হওয়া টনি ডি জর্জিকে। ওয়ানডেতে কোয়েজতির বদলি পেসার ওটিনেল বার্টম্যান। ফয়সালাবাদে ৪ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড— কর্বিন বশ, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, দোনোভান ফেরেইরা (অধিনায়ক), রিজা হেনড্রিক্স, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, আন্দিলে সিমিলানে, লিজাড উইলিয়ামস এবং ওটিনেল বার্টম্যান।

সাউথ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড— ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, দোনোভান ফেরেইরা, বিজর্ন ফরটুইন, জর্জ লিন্ডে লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে এবং ওটিনেল বার্টম্যান।

আরো পড়ুন: ডেভিড মিলার